Wellcome to National Portal
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

কার্যাবলি

০১. শিক্ষকদের স্বল্পকালীন প্রশিক্ষণ চাহিদা নিরূপণ করা।

০২. প্রশিক্ষণ সামগ্রী প্রণয়ন, তৈরি, ব্যবহার ও সংরক্ষণ করা।

০৩. প্রশিক্ষণ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা।

০৪. শিখন শেখানো কার্যক্রম পরিচালনায় সঠিক পদ্ধতি ও বিভিন্ন কৌশল প্রয়োগে সহায়তা করা।

০৫. শ্রেণীকক্ষে সি-এন-এড প্রশিক্ষণের যথাযথ বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন করা।

০৬. বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যদের প্রশিক্ষণের ব্যবস্থা করা।

০৭. সাব-ক্লাষ্টার প্রশিক্ষণ পর্যবেক্ষণ  করা ।

০৮. ইউআরসিতে অনুষ্ঠিত বিভিন্ন বিষয়ের প্রশিক্ষণ শ্রেণীকক্ষে বাস্তবায়ন পরিবীক্ষণ এবং অনুস্মারক (Follow-up)/সঞ্জীবনী  প্রশিক্ষণের ব্যবস্থা করা।

০৯. বিভিন্ন বিষয়ের উপর পাঠসংশ্লিষ্ট উপকরণের চাহিদা শনাক্তকরণ, উপকরণ সংগ্রহ, তৈরি, ব্যবহার ও সংরক্ষণের উপর কর্মশালা/প্রশিক্ষণের ব্যবস্থা করা।

১০. উপজেলা পর্যায়ে সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ ও অন্যান্য তথ্য সংবলিত ডাটাবেজ তৈরি ও সংরক্ষণ করা।

১১. বিদ্যালয় ব্যবস্থাপনা ও শ্রেণী ব্যবস্থাপনায় শিক্ষকযোগ্যতার প্রয়োগ নিশ্চিতকরণে সহায়তা করা।

১২. Action Research/Longitudinal Studyসম্পন্ন করা।

১৩. ইউআরসিতে ব্যবহৃত বিভিন্ন প্রশিক্ষণ সামগ্রী ও বিষয়ভিত্তিক পাঠ সংশ্লিষ্ট শিক্ষা উপকরণের উপর শিক্ষাবর্ষের শুরুতে (জানুয়ারি) প্রদর্শনীর আয়োজন করা।

 

কার্যক্রম

প্রদেয় সেবা/ সেবার নাম

সেবা গ্রহীতা

সেবা প্রাপ্তির জন্য করণীয়

সেবা প্রদানকারীর  করণীয়

কার্যসম্পাদনের সময়সীমা

মন্তব্য

 

 

 

 

 

 

 

প্রশাসনিক

বেতন

ভাতা

ইউআরসির কর্মকর্তা/কর্মচারী

দৈনিক উপস্থিতির নিশ্চয়তা প্রদান করতে হবে।

উপযুক্ততা বিচার করে প্রাপ্তীর ব্যবস্থা গ্রহণ করবেন।

০৫ কার্য দিবস

 

বার্ষিক বেতন

বৃদ্ধি

যথা সময়ে কর্তৃপক্ষের নিকট লিখিত আবেদন করতে হবে।

 

শ্রামিত বিনোঃ মঞ্জুরী

 

জিপিএফ

মঞ্জুরী

 

কল্যাণ তহবীল মঞ্জুরী

 

ছুটি মঞ্জুরী

(সকল)

০৩ কার্য দিবস

 

এসিআর

প্রেরণ

নির্দ্ধারিত ফরম পূরণ করে যথা সময়ে কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করতে হবে।

নির্দ্ধারিত ফরম মূল্যায়ন করে সুপারের নিকট প্রেরণ করবেন।

১৫জানু হইতে ১৫ফ্রেব্রুয়ারীর মধ্যে

 

বদলীর

অগ্রায়ণ

নির্দ্ধারিত ফরম পূরণ করে যথা সময়ে কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করতে হবে।

উপযুক্ততা বিচার করে সুপারের নিকট প্রেরণ করবেন।

০৫ কার্য দিবস

 

তথ্য

সংক্রামত

যে কোন ব্যক্তি

নির্দ্ধারিত ফরম পূরণ করে কর্তৃপক্ষক্ষর নিকট লিখিত আবেদন করতে হবে।

উপযুক্ততা বিচার করে প্রাপ্তীর ব্যবস্থা গ্রহণ করবেন।

০৩ কার্য দিবস

 

সমন্বয়

সভা

যে কোন দাপ্তরীক প্রধান

অফিসিয়াল ভাবে জানাতে হবে।

যথা সময়ে উপস্থিতি থেকে সমন্বয় করবেন।

নিদিষ্ট কার্য দিবস

 

 

 

 

 

 

একাডেমিক

বিদ্যালয়

তত্ত্বাবধান

বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা

অসুবিদা  তত্ত্বাবধানকরীকে মৈাখিক/লিখিত জানাতে হবে।

প্রয়োজনীয় সহযোগীতা প্রদান করবেন্

সংশি­ষ্ট কার্য দিবস

 

সাবক্লাস্টার তত্ত্বাবধান

 

প্রশিক্ষণ

তত্ত্বাবধান

 

বার্ষিক পাঠ পরিকল্পনা

 

দৈনিক পাঠ পরিকল্পনা

 

উপকরণ